IQNA

ফিলিস্তিনি প্রতিরোধ নেতাদের সাথে হাসান নাসরুল্লাহর বৈঠক

0:01 - October 26, 2023
সংবাদ: 3474562
লেবানন (ইকনা): লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা এবং হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরির সাথে সাক্ষাৎ করেছেন। এসময় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর মিডিয়া ইউনিটকে উদ্দেশ্য করে একটি বার্তা প্রকাশ করেছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে ‘প্রকৃত বিজয়’ অর্জনের উপায় নিয়ে আলোচনা করেছেন লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন গাজাভিত্তিক হামাস ও জিহাদ আন্দোলন সরাসরি যুদ্ধ চালাচ্ছে তখন এই বৈঠক হলো।
 
বাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আল-আকসা তুফান অভিযানের ১৯তম দিনে, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালার সাথে সাক্ষাৎ করেছেন। এসময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান সালেহ আল-আরুরি উপস্থিত ছিলেন।
এই বৈঠকে, সাইয়েদ হাসান নাসরাল্লাহ এবং জিয়াদ নাখালে অঞ্চলের সাম্প্রতিক অগ্রগতির উপর জোর দেন, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার জন্য পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখেন।
 
এছাড়াও, এই বৈঠকে, গাজায় বোমা হামলায় ইসরায়েলের অপরাধের জবাবে ইহুদিবাদী বিরোধী অভিযান এবং আল-আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার সাম্প্রতিক ঘটনাবলী এবং পরবর্তী সকল স্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে তারা গাজা ও লেবানন সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। 
 
হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে আলোচনার কেন্দ্রে ছিল আন্তর্জাতিক এবং আঞ্চলিক অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ পর্যালোচনা।" 
 
“হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসরাইলি শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য এবং অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের নিপীড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নৃশংস হামলা বন্ধ করার জন্য বর্তমান সংকটময় মুহূর্তে যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাও মূল্যায়ন করেন।"
captcha